আন্তর্জাতিক ডেস্ক (বিশেষ প্রতিবেদক)
ইউনিভার্সিটি অব রেজিনা বাংলাদেশী স্টুডেন্টস ক্লাব (ইউআরবিএসসি) গত রোববার (২৬ মার্চ) বিকাল ৩.৩০ মিনিটে সাসকাচোয়ানের রাজপথে ক্লাবের সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা এবং দিনটি উদযাপনকারী যানবাহনের একটি কনভয়। ক্লাবের সভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে কাজী সাদমান অদিত, সৈয়দ মোহাম্মদ কাজেম, মাহির রায়হান, রাসেল আহমেদসহ ইউনিভার্সিটি অব রেজিনার (বাংলাদেশি স্টুডেন্টস ক্লাব) অর্ধশতাধিক এর অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। -৫ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে দিনটি পালন করে শিক্ষার্থীরা।
সংবাদ সূত্র : শাহরিয়ার বিন শরীফ তন্ময়, ছাত্র, ইউনিভার্সিটি অব রেজিনা
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com