আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ শাহান আরা বেগমের মেয়াদ শেষে তাকে আবারও নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটিতে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান অধ্যক্ষের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। অভিভাবক ফোরাম তাদের সভায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে দাবি জানানো হয়েছে। সভায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম, নতুন অধ্যক্ষ নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ফোরাম ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের চাকরির মেয়াদ শেষে একজন দক্ষ, অভিজ্ঞ ও সৎ অধ্যক্ষ নিয়োগের জন্য দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতিসহ নানাবিধ অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তাধীন থাকায় এ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে গভর্নিং বডির সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয় সভায়। কোনো বিতর্কিত দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন