ইশতিয়াক আহম্মেদ কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ছেলে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়ে শাহিন নামে এক(৫) বছরের শিশুকে হত্যার দায়ে মোসাঃ নাছিমা নামের ওই সৎ মায়ের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার (০৮ জানুয়ারি) ২০২৩ দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামি কুমারখালী উপজেলার চরভবানীপুর গ্রামের ওস্তার আলী মৃধার মেয়ে।
আদালত সূত্রে জানা যায়, যে, দন্ডপ্রাপ্ত আসামী নাছিমার স্বামী বাদশা’র প্রথম স্ত্রী চম্পা খাতুন দু’টি পুত্র সন্তান রেখে মারা যায়। সন্তানদের দেখাশোনা ও লালন পালনের জন্য কুমারখালী উপজেলার চরভাবনীপুর গ্রামের নাছিমাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করেন। ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর বাদশা কাজ করার জন্য মাঠে গেলে নাছিমা প্রতিহিংসা বসত ছোট সৎ ছেলে শাহিন কে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু শাহিনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নাছিমার বিরুদ্ধে তারস্বা মী বাদশা খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান ২০০৯ সালের ২৭ জানুয়ারী তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানীপর সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষনা করেন।রাই শেষে আসামিকে জেলা জেল আদালতে প্রেরণ করেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com