ইশতিয়াক আহম্মেদ, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র লিংকন শেখ (১৩) কে হত্যার দায়ে জোবায়ের রহমান (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়(৬ আগস্ট)২০২৩ রবিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পর আদালতের পুলিশকে পলাতক জোবায়ের রহমানকে গ্রেফতারের নির্দেশ দেন।এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর আসামি রাশেদ জামান বাবু, আতর আলী ও সজিব কে আদালত এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। আসামি জোবায়ের রহমান খোকসা উপজেলার পূর্ব বেতবাড়ীয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।আদালত সূত্রে জানা যায় যে, ২০১৩ সালের ৩১ জানুয়ারীর সন্ধ্যায় চাচাতো ভাই শহিদ শেখের বাড়ি থেকে মোবাইল ফোন নিয়ে আসতে গিয়ে স্কুল ছাত্র লিংকন শেখ নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর উপজেলার বেতবাড়িয়া পূর্বপাড়া মাঠে রবীন্দ্রনাথ দাসের স্যালো মেশিন ঘরে থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ। স্কুল ছাত্র লিংকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর দেহ ওই ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা। এই ঘটনায় নিহতের বাবা আজাদ শেখ বাদি হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার এস আই আব্দুল খালেক ২০১৩ সালের ২ মে তদন্ত শেষ করে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন ধরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করে মৃত লিংকনের পরিবার। এখন পরিবারের একটাই দাবি প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করে শাস্তি বাস্তবায়ন করা।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com