চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী উদযাপন করা হয়। সকাল ১০টায় জেলাশহরের বালিগ্রামে সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়।
এরপর বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সমিতি চত্বর থেকে শুরু হয়ে শান্তিমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন- ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ও ঢাকা রাজউক এর প্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুল, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com