চাঁপাইনবাবগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লেডিস ক্লাবের সদস্যরা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সহধর্মিণী) মাহফুজা সুলতানা -এর নেতৃত্বে ক্লাবের সদস্যরা বিজয়ের ব্যানার হাতে নিয়ে মিছিল আকারে ডিসি অফিসের সামনে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অবস্থিত মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিকালে লেডিস ক্লাবে আলোচনা সভা, ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সভাপতি নাজিফা আলি প্রমি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন- স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও -এর সহধর্মিণী প্রভাতী মাহাতো, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদি আহমেদ মাহবুব-উল ইসলামের সহধর্মিণী ডা. রেশমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান -এর সহধর্মিনী সোহেলা ফেরদৌস, সদর উপজেলার ইউএনও তাছমিনা খাতুন, এনডিসির সহধর্মিনী তানজিলা আফরিন, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর -এর সহধর্মিনী সানজিদা তাহসিন, সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব -এর সহধর্মিনী উম্মে হাবিবা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাইমা খান, সহকারী কমিশনার মোঃ আমিনুল ইসলাম -এর সহধর্মিনী জাকিয়া খাতুন ক্লাবের সদস্য ফারুকা বেগম, সদস্য অ্যাডভোকেট আঞ্জুমান আরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।