নুরে শাহী আলম লাবলু : জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। সাধারণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে।
রোববার (১৬ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন টিএন্ডটি অফিস প্রাঙ্গণে বিকশিত পল্লি উন্নয়ন সংস্থার আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বেহেস্তে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়, যা পুরোটাই ভÐামি। বেহেস্তে যাওয়ার বিষয়টি নির্ভর করে একমাত্র আল্লাহর উপর। তিনিই ভালো জানেন কে বেহেস্তে যাবে আর কে দোজখে যাবে। বিকশিত পল্লি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন খন্দকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
এ সময় বক্তারা গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলেন এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com