জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে, প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিখছি : জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ


ঠাকুরগাঁওয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশিক্ষণ সমাপনী
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ। প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রশিক্ষণের প্রয়োজন আছে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা শিখছি।
আমরা যখন নিজেকে মনে করবো আমি একজন শিক্ষার্থী তখনি আমরা একজন ভাল চাকুরিজীবী, একজন ভাল বাবা, একজন ভাল স্ত্রী, একজন ভাল স্বামী, একজন ভাল পথিক, একজন বড় সহযাত্রী হতে পারবো। উক্ত প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন প্রমুখ। এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত সোমবার (২১ মার্চ) কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মান উন্নয়নের লক্ষ্যে তিন দিন ব্যাপী ইন-সার্ভিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নিত্যানন্দ সরকার। উদ্বোধন কালে অন্যান্য ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম সেশনে ‘বিভিন্ন আদালত ও দপ্তরের রেজিস্ট্রার ব্যবস্থাপনা ও সংরক্ষণ’ সংক্রান্ত ধারণা প্রদান করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দীন। প্রশিক্ষণ কর্মশালায় সকল কর্মচারী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন