প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১১:৪৫ অপরাহ্ণ
দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সতর্ক থাকবে পুলিশ
![]()
কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে এবছর দূর্গা পূজায় বিশেষ সতর্ক থাকবে পুলিশ। বুধবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভায় পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম একথা বলেন।
জানা যায়, দূর্গা পূজা উপলক্ষে বুধবার বিকেলে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানতোষ মন্ডল, সাধারন সম্পাদক বাবুল দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল দে, সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিমল বাড়ৈসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম বলেন, আমাদের আইন শৃংখলা বাহিনীর সকল সংস্থা থেকেই ধারনা করা হচ্ছে এ বছর ঝামেলা হতে পারে। ভিতর থেকে হোক বা বাইরে থেকে হোক, আমরা করি বা আপনারা করেন যেভাবেই হোক হতে পারে। আমরা জানি আমাদের মাদারীপুরে এমন কিছু হবে না। কিন্তু সারা বাংলাদেশেই না হোক আমরা সেটাই প্রত্যাশা করি। আমরা বিশেষ সতর্ক অবস্থানে থাকবো। আমরা আপনাদের পাশে সব সময় আছি। যে কোন প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন। আর আমরা বিট পুলিশিংয়ে মিটিং করবো। এখানে সবাইকে রাখতে না পারলেও বিট পুলিশিংয়ের মিটিংয়ে সবাইকে রাখতে পারবো।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com
Copyright © 2025 স্বাধীন দেশ. All rights reserved.