পুকুরে ডুবে একসঙ্গে প্রান গেল মামা-ভাগনির
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ


গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো ওই গ্রামের আনছার আলীর ছেলে মিজানুর রহমান (৪) ও আজাদুল ইসলামের মেয়ে জান্নাতী আক্তার (৪)। তারা সম্পর্কে মামা-ভাগনি।
স্বজনরা জানান, দুপুরের দিকে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে তারা নিখোঁজ হয়। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন