এসএম আজহার : সিলেট জেলাধীন গোলাপগঞ্জ থানার বাদেপাশা ইউনিয়নে খাগাইল গ্রামের ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিনকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। গোলাপগঞ্জ উপজেলার মানিকোনা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে আব্দুর রহমান পতর্‚গাল থেকে ভয়েস রেকর্ড করে অশ্লীল গালি-গালাজ ও সালাউদ্দিনকে কেটে টুকুরো টুকরো করবে বলে জানিয়েছে। নিজ জন্মভ‚মিতে বেড়াতে এসে এমন চাঞ্চল্যকর জঠিল পরিস্থিতির কারণে বাংলাদেশ এবং ফ্রান্সে জীবনের নিরাপত্তা চেয়ে ও মানহানির অভিযোগ এনে, প্রশাসনের সাহায্য কামনা করে, গত ১৩ই মে আব্দুর রহমানকে অভিযুক্ত করে গোলাপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফ্রান্স প্রবাসী মোঃ সালাউদ্দিন।
জানা যায়- মোঃ সালাউদ্দিনের ফ্রান্সের বাসায় দীর্ঘ ২বৎসর বসবাস করে আসছেন ফোনে হুমকিদাতা আব্দুর রহমান। থাকা-খাওয়া বাবত ও বিভিন্ন প্রয়োজন দেখিয়ে বিভিন্ন সময়ে প্রায় ১০লক্ষ টাকা ধার নেন সালাউদ্দিনের কাছ থেকে। গত ১৫ই জানুয়ারী ২০২৪ইং সালাউদ্দিন বাংলাদেশে আসেন এবং আব্দুর রহমানকে তার ফ্রান্সের বাসায় রেখে আসেন। কিন্তু ২দিন পর আব্দুর রহমান বাসা ত্যাগ করে পর্তূগালে আত্মগোপন করেন। এদিকে বাংলাদেশে এসে আব্দুর রহমানের পরিবারের কাছে পাওনা টাকা চাইতে গেলে, তারা অস্বীকার করে এবং হামলা-মামলার ভয় দেখায়। উপূর্যপরি আব্দুর রহমান পর্তূগাল থেকে সালাউদ্দিনকে মোবাইল ফোনে গালি গালাজ ও প্রাণে মারার হুমকি অব্যাহত রাখে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com