আবু বকর ছিদ্দীক, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য ইন্টার্ন ভাতা না পাওয়ায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন নার্সদের সংগঠন।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে বান্দরবান সদর হাসপাতাল থেকে প্লেকার্ড ও হাতে ফেস্টুন নিয়ে বের করা হয় মিছিল। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বান্দরবানে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য ইন্টার্ন ভাতা না পাওয়ায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন নার্সদের সংগঠন।
তাদের দাবী বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর অধীনে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল,জেলা হাসপাতাল, সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত থাকার পরেও কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাস মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শিক্ষা শাখার ০৭-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত ১৮০ নং স্মারকেপ্রশাসনিক অনুমতি পায়। সেই প্রেক্ষিতে এ অধিদপ্তরের ২৯-০৯-২০২২ ইং তারিখে ৫২০ নং স্মারকে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য DGNM (ডিজিএনএম) থেকে পত্র প্রেরণ করা হয়। পরবর্তিতে ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ বাজেট অধিশাখা এর ১৩- ১০-২০২২ ইং তারিখে ৭৯৪ নং স্মারক পত্রে চাহিত তথ্যাদি অধিদপ্তরের ২৬-১০-২০২২ ইং তারিখের ৬০১ নং স্মারক পত্রে প্রেরণ করা হয় এবং ২৬-০৭-২০২৩ ইং তারিখে DGNM (ডিজিএনএম) থেকে ৩৬২ নং স্মারকে ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখনো পর্যন্ত তাদের ইন্টার্ন ভাতা বাবদ কোনো বরাদ্দ প্রদান করা হয়নি নার্সদের।
নার্সিং এ ৯০% স্টুডেন্ট মেয়ে। সপ্তাহে ২ দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায় ইন্টার্ন করা নার্সদের।
মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশনের নার্সে বান্দরবান জেলা শাখার আহ্বায়ক কানিজ ফাতেমা, সভাপতি ফারহানা ফাহিম, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান, সাংগঠনিক জনি আকতার, দপ্তর সম্পাদক দোলনাসহ বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশনের নার্স শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিপ্লোমা ইন্টার্ন এসোসিয়েশনের নার্সের বান্দরবান জেলা শাখার আহ্বায়ক কানিজ ফাতেমা বলেন বাংলাদেশের প্রায় ৪৬টি নার্সিং কলেজের মধ্যে প্রায় ৩৭ নার্সিং কলেজ এই কর্মবিরতিতে যোগদান করেছে আমরাও আজকে থেকে মানববন্ধন শুরু করেছি. যতদিন আমাদের এই দাবি মেনে না নিবে ততদিন এই কর্মসূচি অব্যাহতি থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com