বিচার বিভাগকে রাষ্ট্রের অন্য অঙ্গের সমমর্যাদায় নিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : প্রধান বিচারপতি


বিশেষ প্রতিবেদক : রাষ্ট্রের তৃতীয় অঙ্গ হিসেবে নয়, বরং অন্য অঙ্গের সঙ্গে সমমর্যাদায় বিচার বিভাগকে নিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত রোববার (২০ এপ্রিল) আপিল বিভাগের ১ নম্বর কক্ষে (প্রধান বিচারপতির এজলাস) আপিল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।
নবনিযুক্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সংবর্ধনা জানান। পরে দুই বিচারপতি বক্তব্য দেন। এরপর প্রধান বিচারপতি কথা বলেন। এ সময় আপিল বিভাগের অপর ছয় বিচারপতি বেঞ্চে ছিলেন।
গত ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৫ মার্চ শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হয়। আপিল বিভাগের দুই বিচারপতিকে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ও জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, গত বছরের শেষ দিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হয়; যা শৃঙ্খলাম‚লক ব্যবস্থা গ্রহণের জন্য স্বায়ত্তশাসিত কাঠামো হিসেবে সুপ্রিম কোর্টকে দায়িত্বপ্রাপ্ত করে। বিচারক নিয়োগের জন্য জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ; যা নির্বাহী ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে বিচার বিভাগকে পূর্ণ স্বায়ত্তশাসনের দিকে নিয়ে যেতে পারে।
আপনার মতামত লিখুন