রাজবাড়ী প্রতিনিধি :
ঢাকার সাউথ-ইষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে জামাল পত্তানদার (৩২) নামের এক আসামিকে মৃত্যুদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন আদালত।
জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে। হত্যাকান্ডের পর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।
মামলায় অন্য ১২ জন আসামির বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কারণে খালাস প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
রবিবার (৬ জুলাই) বিকাল ৫টার সময় রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম. জাকিয়া পারভীন এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) অ্যাড. উজির আলী শেখ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ০৭ সেপ্টেম্বর রাতে দৌলতদিয়া পতিতা পল্লীতে গুলি করে হত্যা করা হয় সাউথ ইষ্ট বিশ^বিদ্যালযের ছাত্র সাইফুল ইসলাম রিপনকে। পরে নিহতের মামা খলিল মন্ডল বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদলত এই রায় ঘোষণা করেন। রায়ের ঘোষণার সময় শহিদ শেখ, সমসের আলী শেখ, ইয়াছিন শেখ ও ইউসুফ ছাড়া অন্য সবাই পলাতক ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. আশরাফুল ইসলাম আশা বলেন, বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।
নিহতের পিতা মো. মোহন মন্ডল বলেন, আমি বিজ্ঞ আদালতের রায়ে বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com