চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসি’র উদ্যোগে
নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর শহরের ইটেরপুল, স্টেডিয়াম গেট এলাকায় গত মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিসি’র উদ্যোগে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুন এর নেতৃত্বে অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর আবু আনসার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. আল মামুন ও সদর মডেল থানার পুলিশ। বাজারের বিভিন্ন ফলের দোকান, মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচামালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ব্যবসায়ীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে খাবার তৈরী, সঠিক ভাবে পরিমাপ, ভেজাল বা অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধ, ফরমালিনযুক্ত ফল বিক্রি না করার জন্য সতর্ক করেন। বিশুদ্ধ খাবার, ফলমূল বিক্রি করার জন্য বলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল আল মামুন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com