যশোর যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাসের আদালতে
আদালত প্রতিবেদক
যশোরের একদিনে ১৭ মামলার রায়ে ১৩ আসামিকে সাজা দিয়েছে একটি আদালত। এর মধ্যে এক মামলার আসামিকে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তির আদেশ দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ মামলার ৫ আসামিকে খালাস দিয়েছে আদালত। চোরাচালান দমন, চেক ডিজঅনার ও মাদকের আলাদা রায়ে যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও ভীম সেন দাস। আদালত সূত্রে জানা গেছে, চোরাচালান দমন আইনের মামলায় বেনাপোলের দিঘীরপাড় গ্রামের রফিকুলের মেয়ে খাদিজা খাতুনকে ৩ বছরেরর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর শর্ত সাপেক্ষে খাদিজাকে প্রবেশনে মুক্তি দেয়া হয়। শার্শার বাগুড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে আজহারুল ইসলামের ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ঝিকরগাছার লক্ষিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমানকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। চেক ডিজঅনার মামলায় কেশবপুরের কারিগার পাড়ার নাকিবার হোসেনের ছেলে শাহিন কাদিরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লেখিত ১০ লাখ টাকা অর্থদণ্ড, পটুয়াখালীর বাউফলের খাশের হাওলা গ্রামের নুর মৃধার ছেলে খলিল মৃধাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ৫ লাখ টাকা জরিমানা, অভয়নগরের বনগ্রাম গ্রামের গোলাম নবীর ছেলে নুরুল আমিনকে ২ মাস ও ৩৪ হাজার টাকা জরিমানা, চৌগাছার পাঁচনামনা গ্রামের সদর বিশ্বাসের ছেলে জাহিদুন্নবীর ৩ মাসের কারাদণ্ড ও ৬৮ হাজার ৯শ’ টাকা জরিমানা, কেশবপুরের চিংড়া গ্রামের রাশিদুলের ছেলে আজিজুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড ১ লাখ ৩৬ হাজার ৯শ’ ৫৪ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com