রাঙামাটিতে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ
রাঙামাটিতে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ- সারাদেশে বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটিতে শান্তি সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ। বুধবার রাঙামাটি শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো.আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব,মো.আবু তৈয়ব,মো.শহীদুল আলম স্বপন, যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, সুজন বড়ুয়া,রাঙামাটি সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা,রাঙামাটি শহর আওয়ামী যুবলীগের সভাপতি মো.আবুল খায়ের রাফি,সাধারণ সম্পাদক মো.আব্দুল ওহাব খান প্রমুখ।

সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো.আকবর হোসেন চৌধুরী বলেন, বিএনপি-জামাতের আমলে দেশে বিদ্যুতের সবচেয়ে খারাপ অবস্থা ছিল,আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুতের সেই খারাপ অবস্থা থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। এছাড়া প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ যখন বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে,ঠিক তখনই সরকারের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে বিএনপি-জামাত আবারো নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
শান্তি সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বনরুপা পর্যন্ত সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।