রাঙামাটিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ
রাঙামাটিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ রাঙামাটি পৌরসভাধীন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সমন্বয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে রাঙামাটি শহরের টেক্সী স্ট্যান্ড চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো.জামাল উদ্দিনের সভাপতিত্বে ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো.আরিফুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ,মো.ইমরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো.মনিরুজ্জামান মহসিন রানা,বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো.আবু ছৈয়দ,সাধারণ সম্পাদক তাপস দাস প্রমুখ।
সভা শেষে শহরে চলাচলরত সিএনজি অটোরিক্সসহ বিভিন্ন গাড়ীতে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।