এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ৪ দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে পর্যটন মেলার উদ্বোধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যটন মেলার উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ,জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক নিউচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.শিবলী নোমান, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ইউনিট ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রমুখ।
এ সময় দীপংকর তালুকদার এমপি বলেন,পার্বত্য চট্টগ্রাম একটি পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। পাহাড়ের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং পার্বত্য এলাকাকে আধুনিক পর্যটন নগরীতে পরিণত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে।
সভায় পর্যটন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।
আলোচনা সভার আগে সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গন থেকে জেলা কুমার সমিত রায় জিমনেসিয়াম পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পর্যটন মেলায় মোট ৫৫টি স্টল অংশ নিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com