এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাঙামাটি শহরের তবলছড়ি বাজার হতে মাস্টার কলোনী পর্যন্ত সংযোগ ব্রীজ,মানিকছড়ি মিশন হোস্টেল,লেমুছড়ি মসজিদ,উন্নয়ন বোর্ডের স্টাফ ডরমেটরিসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম,রাঙমাটি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুন্নবী,বখতিয়ার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নিখিল কুমার চাকমা বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমতলের ন্যায় পাহাড়েও প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com