ম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ-
রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রন চাকামার চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। সকালে হওয়ার কারণে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম জানান, অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এম.নাজিম উদ্দিন
রাঙামাটিঃ-০২-১২-২৩ইং
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com