এম.নাজিমউদ্দিন,রাঙামমাটিঃ- রাঙামাটি জেলা শহরের খাদ্য গুদাম এলাকায় সেন্টট্রিজার স্কুলের সহকারী শিক্ষিকা ছবিমার মাপর লোক গমন করেছেন।বুধবার দিবাগত রাতে রাঙামাাটি জেলা খাদ্য গুদাম এলাকার নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে সন্তান সহবহুআত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যনন্ত তিনি সেন্টট্রিজার স্কুলে শিক্ষিকা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন।স্ট্রোক পরবর্তী নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন সবার প্রিয় মুখছ বিটিচার।
প্রয়াত ছবি মারমার একমাত্র মেয়েসন্তান মেরিলিনএ্যানিবলেন,‘মা স্ট্রোকেরপর খানিক টাপ্যারালাইজডহলেও কিছুটারিকভারকরে ছিল। বুধবার সকালে ওভালছিল। হঠাৎ কিহয়ে গেল। বুঝতে পারছিনা।’
ব্যক্তি জীবনে ছবিমারমাসদা হাস্যোজ্জ্বল ও মাতৃত্বসুলভ আচরণের কারণে স্কুলেরপ্রাক্তন,বর্তমান সকলছাত্র-ছাত্রীর কাছেই খুব প্রিয়ছিলেন, জানালেন মেয়ে মেরিলিনএ্যানি। তিনি তাঁর মায়ের আত্মার শান্তির জন্য সকলের আর্শিবাদ প্রার্থনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com