সিলেট ব্যুরো: সিলেটের সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানার সিরামিশি গ্রামের জয়নুল ইসলামকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এলাকায় একটি ব্রীজ নির্মাণকে কেন্দ্র করে একটি মহল এই মামলা করেছে বলে দাবী করা হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী এম.এ.রবের সাথে দীর্ঘদিন একটি ব্রীজ নিয়ে বিরোধ চলে আসছিল। এর প্রেক্ষিতে গত ৩রা জুন ২০২৩ তারিখে রিনা বেগমকে দিয়ে জগন্নাথপুর থানায় (মামালা নং-০২ তারিখ ০৩/০৬/২০২৩ইং ) দায়ের করা হয়।
উল্লেখ্য যে , জয়নুল ইসলাম মানসিক ভারসাম্যহীন রোগী হিসেবে সিলেটে স্বনামধন্য একজন ডাক্তারের তত্ত¡াবধানে তার চিকিৎসা চলছিল বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com