স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেয়ায় এমপি ও উপজেলা চেয়ারম্যানকে শোক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে শেষ করে দেয়ার হুমকি দেয়া ও প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর কারনে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান এবং জেলা আ.লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদেরকে শোকজ করেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী মুহা. জিয়াউর রহমান এবং গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কেন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় তা স্বশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান।
জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ফুটবল মাঠে স্থানীয় আ.লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফাকে উদ্দেশ্য করে তাকে শেষ করে দেয়ার হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আ.লীগ নেতা ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। এসময় স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা সহযোগিতা না করার আহ্বান জানান হুমায়ন রেজা। সভায় কয়েকশ নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে উন্মুক্ত স্থানে সভা করে ভোট প্রার্থনা বা নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো যাবে না। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর নিদিষ্ট সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানো ও প্রচারনার উদ্দেশ্যে সভার আয়োজন করায় এবং প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার অভিযোগের প্রেক্ষিতে আচরণবিধিমালার ৬ (খ), ১১ (ক) ও ১২ এর লঙ্ঘন করায় তাদের দুইজনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com