মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। মঙ্গলবার সকালে এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ। এ সময় অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম শনাক্ত করেন। এর মধ্যে রয়েছে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে অনিয়ম। হাসপাতালের রান্নাঘরে পরীক্ষা করে দেখা যায়, রোগীদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম মাছ দেওয়া হচ্ছে। এছাড়াও, অপারেশন রেকর্ডে এমন কিছু অপারেশন দেখানো হয়েছে যা আসলে ঘটেনি।
দুদক উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরও কিছু অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।”
পূর্বের অভিযোগ ও প্রশাসনিক পদক্ষেপ দুদকের এই অভিযানের আগেও দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে ‘৫ বছরে চার কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে এসব অনিয়ম উঠে আসে। সেই প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসাথে, কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নীপাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মাহমুদা বেগম স্বাধীনা
ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী : তৌহিদুর রহমান হিসান
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৪৭/৭/এ, দক্ষিণ যাত্রাবাড়ী (যাত্রাবাড়ী মোড়ের ডান দিকে ওয়াপদা কলোনীর বিপরীতে মুন সিএনজি'র সাথের সাংবাদিক গলি) ঢাকা-১২০৪।
মোবাইলঃ ১৩১৬-২০২১৩৭, ০১৬৩২-৩৬৭৬৪৫, ০১৬৮৬-৯০৭৭১২ অফিসঃ ০১৯৮৯-৬০৩৯০৪, ০১৬৩২-৩৬৭৬৪৫ (বিজ্ঞাপন)।
ই-মেইল : shadhindesh1999@gmail.com