নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ


ওমর ফারুক : নাটোর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। গত বুধবার (২৫ জানুয়ারি) সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও যুগ্ম জেলা ও দায়রা জজগণ, এসপি ও সিভিল সার্জন, অন্যান্য বিচারকবৃন্দসহ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুশি। অনুষ্ঠানে নাটোর জেলার লিগ্যাল এইড অফিস অফিসের কার্যাবলী সংক্রান্ত একটি তথ্যচিত্র দেখানো হয়। সভার আগে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পুনঃসজ্জিত কনফারেন্স রুমের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন।
আপনার মতামত লিখুন